সাইফুল ইসলাম নুরুল্লাহ
বরগুনা জেলা প্রতিনিধি
যুবলীগ নেতা বাদশা হত্যার নির্দেশনা ও পরিকল্পনাকারী, খুনি ৬নং বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান এর বখাটে ভাগীনা খোকন মৃধা গত ৩০ আগস্ট রাত্র ১০ঃ২০ মিনিটের সময় তার বাবা,ছেলে মেয়ে, বোন ভাগিনী এবং চাচা চাচি সহ আরও কয়েক জন লোক নিয়ে প্রত্যেকের সাথে বগি রামদা, বাংলা দাও ও বাশের লাঠি নিয়ে তার বাড়ীর পাশের বাজার আমজেদ মার্কেট গিয়ে মামুন দেলোয়ার সহ কয়েকজন এর উপর এলোপাতাড়ি হামলা করে, কোপাইয়া জখম করে, তাদেরকে আমতলী হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করে পরে ক্ষত আশংকাজনক হওয়ায় বরিশালে উন্নত চিকিৎসার জন্য রেফার করে বর্তমানে সে বরিশালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি আছে, এটা কোন রাজনৈতিক বা নির্বাচনের ইস্যু ছিলনা, খোকন মৃধার মামা চেয়ারম্যান থাকা অবস্থায় এত দূর্নীতি করেছে এবং তাদের ভয়ে এলাকার কোন মানুষ মুখ খুলতে পারেনি, নির্বাচনের পরে নিজের ঘরে আগুন দিয়ে এলাকার অনেক নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা করে, এখন আবার সেই নাটক শুরু করলেন নিজের মাথায় আঘাত করে মামলা করে, এই নাটক থেকে এলাকার সকল মানুষ পরিত্রাণ চায়,তাই প্রশাসনের কাছে আবেদন যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহার করা হয়।