স্টাফ রিপোর্টার…… মোঃ ইমরুল আহসান…….
নওগাঁ সদর হাসপাতালের জরুরী বিভাগের রুম থেকে রুগী বের করে দিয়ে ঔষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে ডাক্তারের আড্ডা। চিত্র ধারণ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের রুগীদের রের করে দিয়ে ডাঃ লুমা রেনেটা ঔষুধ কোম্পানির নোবেল নামে এক প্রতিনিধি সাথে রুমে পর্দা লাগানো নিয়ে খোশগল্প-আড্ডা দেওয়ার সময় ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে এক সাংবাদিক লাঞ্চিত ঘটনা ঘটেছে।
৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল আনুমানিক ৫ টার সময় সুজন নামে দৈনিক আজকের প্রভাত ও দৈনিক দেশ আজকাল প্রত্রিকার সংবাদ কর্মী অসুস্থতার জন্য টিকিট কেটে ইমারজেন্সিতে ডাক্তার ডাঃ লুমা এর কাছে দেখাতে গেলে কর্তব্যরত ডাক্তার লুমা রোগীকে বের করে দিয়ে ঔষধ কোম্পানির প্রতিনিধি নোবেলের সাথে রুমে পর্দার লাগানোর বিষয়ে আলাপ-আলোচনা করতে থাকলে একপর্যায়ে কর্তব্যরত ডাক্তার কে জিজ্ঞেস করলে তারা চড়াও হয়ে ওঠে এবং বলতে থাকে ঔষুধ কোম্পানির লোক যে কোনো মুহূর্তে আসবে এবং ভিজিট করতে পারবে একপর্যায়ে সাংবাদিক মেহেদী হাসান অন্তর দৈনিক চিত্র, ডেইলী মরনিং অবজারভার এর জেলা প্রতিনিধির সাথে ডাক্তার এর নির্দেশে মোবাইল কেরে নেওয়ার চেষ্টা ও এইধাক্কাধাক্কি করে।