মোঃরাসেল কবির
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা।
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টিকেট গ্রামের পূর্নিমা দাশ , দশম শ্রেনী, গাভা একে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তাকে গত ইং ২৩/৯/২০২১ তারিখ সন্ধ্যায় ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
আজ(৩০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল১০ টায় দেবহাটার সখিপুর মোড়ে গণ মানুষের প্রিয় সংগঠন আপনার আমার প্রাণ প্রিয় সংগঠন একতা ফাউন্ডেশন(ব্লাড ব্যাংক)বাংলাদেশ-Ektaa Foundation(Blood Bank)Bangladesh এর উদ্দোগ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত সংগঠনের সুযোগ্য সভাপতি মোঃ রাজু ইসলাম (রাজ) এর সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সুজন এর পরিচালনায় । মানববন্ধনে বক্তব্য রাখেন প্রিয় পরিবারের উপদেষ্টামন্ডলী জনাব মোঃ শহীদুজ্জামান সাদ্দাম, প্রতিষ্ঠাতা মোঃ শরিফ হোসেন, সামাজিক রক্তদান সেবাই আমরা পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ রিপন ইসলাম, সহ-সভাপতি বিপ্লব ঢালী এবং উপস্থিত ছিলেন প্রিয় পরিবারের সভা- সভাপতি মোঃ এনামুল হক সবুজ, সেচ্ছাসেবক, কোষাধ্যক্ষ মোঃ নাইমুর রহমান, স্চ্ছোসেবিকা আলমগীর, রেবেকা, জ্যোতি, মিম, তিশা, ফারাহানা, ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার সেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ সহ ছাত্র-ছাত্রী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন উক্ত মানববন্ধনে ধর্ষক ও হত্যাকারীদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবী করেছেন।