তানোর (রাজশাহী) প্রতিনিধি; এস আর টুটুল এম এল!
আজ ২৭ সেপ্টেম্বর (সমবার) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মানবতার সেবক আবুল বাশার সুজন।
জানা গেছে তানোর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দীনের মেয়ে, নুসরাত গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেলে কলিজ হাপাতসলে চিকিৎসাধিন রয়েছে। তার শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে সেখানে ছুটে যান, তানোর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী- বিশিষ্ট সমাজ সেবক ও সুনামধন্য ব্যবসায়ি, তানোর পৌরবাসির হিতাকাঙ্ক্ষী-আওয়ামী লীগ নেতা, তরুণ প্রজন্মের রাজনৈতিক স্বপ্নদ্রষ্টা-তৃণমূল আ’লীগের আস্থার প্রতিক, তানোর পৌর আওয়ামী লীগের ভবিষ্যৎ কান্ডারি ও
মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন-জনপ্রিয় ব্যক্তিত্ব, জননেতা আবুল বাশার (সুজন)।
এসময় তাঁর সাথে ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও ছাত্র নেতা রোকন আহম্মেদ।
রামিল হাসান সুইট বলেন, মানুষের প্রতি মানুষের যেসব মানবিক আচারণ করলে দুনিয়ার মানুষ একজন নেতাকে ভালো মানুষ বলেন, তার সব-গুণাবলি আছে এই আবুল বাশার সুজনের ব্যবহারে। একজন অর্থ- বিত্তবান ও কোটিপতি ব্যক্তি হওয়া সত্ত্বেও, কখনও তিনি মানুষকে অসন্মান করে বা মনে কষ্ট দিয়ে কথা বলেন না। যতটুকু সম্ভব মানুষের দুঃখ্য- কষ্টের কথা জেনে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
মানুষের কল্যান সাধনে বিধাতা তাঁকে দীর্ঘ-জীবী করুন- আমিন।