——————–
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন
পরিষদের যৌথ উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
বুধবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ মুখি নেতা কর্মীদের সারিবদ্ধ ভাবে ঘণ্টাব্যাপী লাইনে দাঁড়িয়ে খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একাধিক মন্দির- প্রতিমা, অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ভাংচুর সহ টাকা-পয়সা, স্বর্ণ অলংকার,গবাদি পশু ও নারী-শিশু বয়স্ক মানুষের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা শাখার পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক উত্তম কুমার রায় এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং সহ প্রমুখ।