দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষনঃ ধর্ষক ফরিদুল কে আটক করেছে পুলিশ
———————–
নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন এবং ধর্ষনের ভিডিও মোবাইলে ধারনের অভিযোগে দায়েরকৃত মামলায় ফরিদুল ইসলামকে আটক করা হয়েছে। বুধবার অভিযুক্ত ফরিদুল ইসলামকে আদালতে প্রেরন করে কোতয়ালি থানা পুলিশ । এর আগে মঙ্গলবার মধ্যরাতে শহরের কাঞ্চনব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয় । আটক ফরিদুল ইসলাম দিনাজপুর শহরের কসবা এলাকার নুরুল চৌধুরীর ছেলে বলে জানা গেছে ।
কোতয়ালি থানার ওসি-মোজাফ্ফর হোসেন জানায় গেল ৬ আগষ্ট এক ধর্ষিতা যুবতী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করে । সেই যুবতী অভিযোগ করেন বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ফরিদুল তাকে ধর্ষন করে এবং গোপনে তা ভিডিও ধারনে করে । পরে বিয়ে না করেও ধারনকৃত ভিডিওর মাধমে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষন করে বলে জানিয়েছেন ফরিদুল।