কুমিল্লা প্রতিনিধি :
অক্সিজেনের অভাবে না ঝড়ুক কোন প্রাণ এ প্রতিপাদ্যে করোনা আক্রান্ত মানুষের পাশে দাড়াতে দাউদকান্দি সার্কেল অফিস প্রাঙ্গণে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে সেবা দিতে দাউদকান্দি গৌরীপুরে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জুলাই) দাউদকান্দি সার্কেল অফিস এলাকায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানা ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানার উদ্যোগে চালু হওয়া ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংকটি ব্যবস্থাপনা করছে এ এস টু শহীদুল ইসলাম । তারা জানায়, ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যাংকটি চালু করা হয়েছে। প্রয়োজনে আরও অক্সিজেন সিলিন্ডার বাড়ানো হবে। ফ্রী অক্সিজেন সেবা পেতে 01320-113976, 01863-132929, 01819-112586, 01613-073782, 01878-8000437 নম্বরে ফোন করতে হবে। ফোন পেলে স্বেচ্ছাসেবকেরা সংকটাপন্ন রোগীদের বাড়ি বাড়ি গিয়ে এ অক্সিজেন সরবরাহ করবেন।
এ সময় দাউদকান্দি-চান্দিনা সার্কেল পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানা, এ এস টু শহীদুল ইসলাম, কুমিল্লা ডট টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সূচনা টিভির আলমগীর হোসেন, গৌরীপুর ব্লাড ডোনার্স এর ইখলাস মুন্সী, মনির হোসেন, কাওছার আহম্মদ, মাসুদ রানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ এস টু শহীদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যে দাউদকান্দি-চান্দিনা সার্কেল পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানার অক্সিজেন ব্যাংক চালুর উদ্যোগটি অনন্য সাধারণ। এ মুহূর্তে করোনা রোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। সময়মতো অক্সিজেন পৌঁছে দিলে একজন রোগীর যেমন জীবন বাঁচতে পারে, আবার অক্সিজেনের অভাবে একজন রোগীর জীবনহানিও ঘটতে পারে। চিকিৎসকেরা বলছেন, শ্বাসকষ্ট দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে হবে। করোনায় আক্রান্ত যেসব রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়, তাঁদের অনেকেরই উচ্চচাপের অক্সিজেন প্রয়োজন হয়, যা সিলিন্ডার অক্সিজেন দিয়ে পুরোপুরি মেটানো সম্ভব নয়। এ জন্য জটিল রোগীদের সিলিন্ডার অক্সিজেন দিয়ে বাসায় না রেখে তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।