ফৌজদারি অপরাধে বিদেশের মাটিতে দণ্ডিত স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুলের আসন রক্ষায় তার বোনের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৮ জুন) গ্রহণযোগ্যতার প্রশ্নে রিটটি খারিজ করেন বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ।
বাংলাদেশের বাইরে বিশ্বের যেকোনো দেশে নূন্যতম দুই বছর বা তার অধিক মেয়াদে দণ্ডিত হলে তিনি সংসদ সদস্য হিসেবে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এর ফলে পাপুলের আসনে নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না বলে জানান আইনজীবীরা।
ফৌজদারি অপরাধে বিদেশের মাটিতে দণ্ডিত হন স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুল। নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত হওয়ায় তার নির্বাচনী আসন লক্ষীপুর-২ শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসন শূন্য ঘোষণা ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন পাপুলের বোন নুরুন্নাহার বেগম ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। কিন্তু গ্রহণযোগ্যতার প্রশ্নে রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।