দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে।
দূতাবাস সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত অফিস চলাকালীন কয়েকজন ডাকাত দূতাবাসের আঙ্গিনায় ঢুকে পড়ে। এ সময় সেবা নিতে আসা ৫ থেকে ৭ জন প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ স্থানীয় মুদ্রায় ১৩ হাজার রেন্ড এবং ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনা বুঝতে পেরে পুলিশকে খবর দেয় দূতাবাস কর্তৃপক্ষ।
এদিকে ডাকাতির ঘটনা বুঝতে পেরে এসময় দূতাবাস থেকে পুলিশে সংবাদ দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে ডাকাতির আলামত সংগ্রহ করে। ডাকাতির ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুরো ঘটনা লিখিত আকারে ডিজি এডমিনিস্ট্রেশন, ঢাকা এবং ডিজি আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ডাকাতদল দূতাবাসের মেইন ভবনে প্রবেশ করতে পারেনি। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।