তানিয়া আক্তার
স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন,দেশে যখন শান্তির পরিবেশ চলছে ঠিক তখনই দেশে সন্ত্রাসের রাজত্ত্বে পরিনত করার জন্য আবার পায়তারা করছেন। দেশের জনগন যদি বিএনপিকে ভোট দেয় তাহলে তোমরা ভোটে আসো। পরিক্ষা করো তোমাদের। তোমাদের যদি আবারো এ দেশের জনগন ভোট দেয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের মত তোমাদের হাতে ক্ষমতা ছেড়ে দিবেন। আমরা নৈরাজ্যে বিশ্বাস করিনা, আমরা জঙ্গীবাদে বিশ্বাস করিনা। আমরা বিশ্বাস করি জনগনের সমর্থনকে। জনগন যতদিন আমাদের সাথে আছে ততদিন আমরা এগিয়ে যাবো। ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,নারায়নগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর ১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল,নাটোর ৪ আসনের এমপি ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী সহ সদর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মিরা