মোঃরাসেল কবির
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা।
সাতক্ষীরার তালায় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা খাতুন (১৩) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় উপজেলার শুভংকরকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে শুভংকরকাটি গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লেয়াকত হোসেন জানান, সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা খাতুন বুধবার বেলা ১২টার সময় নিজ বাড়ির বারান্দায় প্লাগের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।