তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ এস আর টুটুল এম এল।
রাজশাহীর তানোর উপজেলার তানোর মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
জাগেচে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে তানোর গোল্লাপাড়া বাজারস্থ মর্ডান মার্কেটে তানোর মডেল প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে সর্ব সম্মতিক্রমে আলিফ হোসেন (আমাদের রাজশাহী) কে সভাপতি ও মনিরুজ্জামান মনিকে (উপচার ও বিজনেস বাংলাদেশ, বারনই টিভিকে) সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও কমিটির অন্যান সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর (লাখো কষ্ঠ ও জি নিউজ) সহসভাপতি আবুল কাসেম বাবু (দৈনিক পুনরুত্থান ও সূর্যের আলো) যুগ্ম সম্পাদক, সারোয়ার হোসেন (দৈনিক ঢাকার ডাক ও স্বদেশ বাণী) সাংগঠনিক সম্পাদক, সোহানুল হক পারভেজ (মানবজমিন ও জনতার বিবেক টিভি)
দপ্তর সম্পাদক, শানাউল্লাহ স্বপন (বাংলার নবকষ্ঠ ও এই বাংলা), নির্বাহী সদস্য-আব্দুল হান্নান (দৈনিক সংগ্রাম) নুর হাসান মাহমুদ রাজা (সূর্যের আলো), গোলাম মোস্তফা লাল্টু (অপরাধ বার্তা) সৈয়দ মাহমুদ শাওন (আলোকিত৭১সংবাদ ও টপ নিউজ২৪ অনলাইন) কে সদস্য নির্বাচিত করা হয়েছে।