নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
(খেলাধুলায় বাড়ে বল-চল সবাই খেলতে চল)
এই প্রতিপাদ্যকে উৎসর্গ করে আগামী (৯- নভেম্বর) এই প্রথম বার তেলোপাড়া একতা যুব-সংঘের আয়োজনে, বাধাইড় ইউপির ৮নং ওয়ার্ড রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (৮) আট টিম/ দলের সমন্বয়ে এক দিনব্যাপি মাসুদ কাপ ⚽ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছ।
তথ্যসুত্রে জানা গেছে, দোহার-কাতার প্রবাসি (বিআইটিসি কোম্পানি) দোহার- কাতার, এর সত্বাধিকারী, জনাব মাসুদ রানার
সভাপতিত্বে ও বাংলাদেশ ফ্রেন্ড ক্লাব দোহা-কাতার এর সঞ্চালনায় ওই ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আসন্ন ১১ নভেম্বর ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক, জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক।।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন, বাধাইড় ইউপির প্রবিন আ’লীগ নেতা মোঃ গোলাম মোস্তফা।
উক্ত টুর্ণামেন্টে আরও উপস্থিত থাকবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।