জাকির হোসেন (টুটুল) তানোর (রাজশাহী) প্রতিনিধি ঃ
করোণা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরেও কঠোর লকডাউন অব্যহত রয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।
বিধিনিষেধ চলাকালে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর শহরের রাস্তা- ঘাট ফাঁকা হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায় তানোরে সীমিত পরিসরে সাধারণ মানুষের চলাচল। এবং রিকশা মোটরসাইকেল ও জরুরী পণ্যবাহী গাড়ি প্রমানপত্র দেখিয়ে সীমিত আকারে চলতে দেখা যায়। জরুরী ভিত্তিতে পরিচয় পত্র দেখিয়ে চলতে দেখা যায় কিছু যানবাহন। এবং জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া ব্যক্তিদের কঠোর ভাবে সতর্ক করে দেন তানোর থানা পুলিশ।
সরকার ঘোষিত টানা সাত দিন লকডাউনের প্রথম দিনে তানোর গোল্লাপাড়া বাজারে সকল দোকানপাট বন্ধ দেখা যায়। এবং বিধিনিষেধ মেনে উমুক্ত রাখা হয় কিছু খাবার পরিবেশনের প্রতিষ্ঠানসমূহ। খাবার পরিবেশনের প্রতিষ্ঠানগুলো খোলা রাখলেও সেখানে দেখা মেলেনি কোন ক্রেতাদের।
কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সকাল থেকে রাজশাহী জেলার তানোর উপজেলাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।
জেলা শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের টিম সমন্বিতভাবে কাজ করেছে।
সড়কে বিজিবি সেনা সদস্যদের তৎপরতা ছিল দেখার মতো। সবার সমন্বিত প্রচেষ্টায় লকডাউন বাস্তবায়ন হচ্ছে রাজশাহী জেলা শহরে।