নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
আজ বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৫-১৫ মিনিটের সময় তানোর পৌরসভায় ১৬টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং দুস্থ দরিদ্র অসহায় মানুষের মাঝে শাড়ী, নগদ অর্থ ও করোনা সামগ্রী বিতরণ করেন।
তানোর পৌর মেয়র ও তানোর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক।
এ সময় তিনি বলেন; ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের উৎসব সামিল হতেই এই আমাদের ক্ষুদ্র প্রয়াস।
জানা গেছে, তানোর পৌরসভার উদ্যােগে পৌর এলাকার কালীগঞ্জ, মাসিন্দা, হলদার পাড়া থেকে তিনি মন্দির পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
পরিদর্শনকালে তিনি তানোর পৌরসভার ১৬টি মন্দিরে ৩০০টি শাড়ী, নদগ এক লক্ষ্য টাকা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করেন।
এ সময় মেয়র ইমরুল হকের পরিদর্শন সঙ্গি হিসেবে ছিলেন তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, তানোর পৌরসভার কার্যসহকারী অহেদুজ্জামান বাবু, মাহাবুর রহমান, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, গোল্লাপাড়া মন্দির কমিটির সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ, তানোর সদর মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র, কাউন্সিলর এনতাজ আলী, তাসির উদ্দিন, রোকনুজ্জামান জনি, মোস্তাফিজুর রহমান বাবু, মুনজুর রহমান, হাবিবুর রহমান, লিয়াকত আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আহমেদ, গোলেহার নাজনীন, জুলেখা বেগম প্রমুখ।
এ বিষয়ে তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও তানোর পৌরসভার মেয়র ইমরুল হক বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় পূজা উৎসবের আনন্দ ভাগাভাগি করা আমার মূখ্য ভূমিকা। স্ব্যাস্থ বিধি মেনে সবাইকে পূজা উদযাপনের আহবান জানিয়েছেন তিনি।