1. admin@kholanewsbd24.com : admin :
তানোর পৌর এলাকার মন্দির-মন্দিরে ৪৬৫টি শাড়ি ধুতি ও নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ! - খোলা নিউজ বিডি ২৪
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে ৫ লিটার চোলাই মদসহ আটক-২ বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাভারে ছেলেকে বিবস্ত্র করে পিটিয়ে মায়ের পা ভেঙে দিলেন প্রতিবেশী ঢাকা ১৯ আসনের এম পি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর উঠান বৈঠক জনসভায় পরিনত সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরে শ্রমিক ফেডারেশন নেতাকে কুপিয়ে জখম আমবাগানের পরিত্যক্ত ঘরে পড়ে ছিল নারীর মরদেহ নাটোরে ছিনতাই হওয়া স্বর্নালংকারসহ দুই যুবক আটক আশুলিয়ায় ঢাকা – ১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুস্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু

তানোর পৌর এলাকার মন্দির-মন্দিরে ৪৬৫টি শাড়ি ধুতি ও নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ!

প্রশাসন
  • সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!

আজ বুধবার (১৩ অক্টোবর) বিকেল সন্ধা ৭-১৫ মিনেটের সময় তানোর পৌরসভায় ১৬টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী অসহায় দুস্থ দরিদ্রদের মাঝে শাড়ী, ধিতি ও নগদ অর্থসহ করোনা সামগ্রী বিতরণ করেন, তানোর পৌর আওয়ামী লীগের আগামীর সম্ভাব্য সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও স্বনামধন্য ব্যবসায়ি, জননেতা আবুল বাশার সুজন।

এ সময় তিনি বলেন; আমারা নিজ নিজ ধর্মিয় সংস্কৃতি অনুযায়ী ধর্মিয় বিধি-বিধান মেনে চলব। হিন্দু ধর্মের মহাউৎসব শারদীয় দুর্গাপূজায় আমরা মুসলি জাতি যেমন সাহায্য সহযোগিতা করব তেমনি তারাও আমাদের সহযোগিতা করবেন। আর এটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ।
আজ আপনাদের এই মহাউৎসবে সামিল হয়ে সামান্য কিছু উপহার আপনাদের হাতে তুলে দিতে পেরে আমার বেশ ভালো লাগছে। একজন রাজনৈতিক নেতার সাধারণ মানুষের কাছে চাওয়া- পাওয়ার কোনো কিছু নেই। কিন্তু নেতার কাছে মানুষের চাওয়া পওয়ার আশা আকাংখ্যা থাকে। আমি তানোর, গোদাগাড়ী উপজেলার আপমোর জনতার অভিবাবক, জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ভাইয়ার হাত ধরে ২০১৯ সাল থেকে এই তানোর পৌরবাসির সুখ- দুঃখ্য, আনন্দ বেদনার সাথি হয়ে পাশে আছি, আগামিতেও থাকব।
অনেকে বলে ছিলেন, আমি তানোর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন না পেলে এলাকা ছেড়ে চলে যাব, কই আমিত আপনাদের ছেড়ে চলে যাই নাই। আমি নবিন হিসেবে হয়ত জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন নাই, তাছাড়া ইমরুল ভাই মাত্র ১৩ ভোটে ফেল করে ছিলেন, তাই দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি মেয়র হয়েছেন। আমাকে দিলে আমিও হয়ত মেয়র হতাম।
তাই বলে কি আমি আমার এলাকার আপমোর জনতাকে ছেড়ে চলে যাব??
মা, ভাই- বোন বনধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া- আশীর্বাদ করবেন আমি যেনো আজিবন আপনাদের সেবা করে যেতে পারি।

জানা গেছে, গত পৌর নির্বাচনে তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবুল বাশার সুজন তার নিজ উদ্যােগে পৌর এলাকার মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি তানোর পৌরসভার ১৬টি মন্দিরে ৪৬৫টি শাড়ি ও সব মন্দিরের পুরোহিতগণকে ১টি করে ধুতি এবং নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করেন।

এ সময় আবুল বাশার সুজনের পরিদর্শন সঙ্গি হিসেবে ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য, রামিল হাসান সুইট, তানোর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি, শাহাবুদ্দিন, রোকন সরকার, তাছির কাউন্সিলর সেক্রেটারি ১ং ওয়ার্ড আওয়ামী লীগ, জনি কাউন্সিলর, আনার হোসেন ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা, যুবলীগ নেতা মধুময়, স্বেচ্ছাসেবক লীগ নেতা কফিল উদ্দিন, জাহিদ হাসান
তানোর সদর মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র, রোকনুজ্জামান জনি, মোস্তাফিজুর রহমান বাবু, মুনজুর রহমান, হাবিবুর রহমান, লিয়াকত আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আহমেদ, গোলেহার নাজনীন, জুলেখা বেগম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা