তানোর (রাজশাহী) প্রতিনিধি; এস আর টুটুল এম এল!
রাজশাহীর তানোরে পৌরসভা আওয়মাী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্নেহহের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী এবং শহীদ শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৮ অক্টোবর) তানোর পৌরসভা অডিটোরিয়ামে সকাল ১১টার দিকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক-এর সভাপতিত্বে এবং তানোর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক, তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাকিবুল হাসান সরকার (পাপুল)।
আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হক খাঁন, সরনজাই ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাদাত, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজেন কর্মকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারন সম্পাদক ওহাব সরদার সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় দেশ, জাতি ও আওয়ামী লীগের প্রয়াত সকল নেতা কর্মীর আত্নার মাগফিরাত কামনাসহ, মাননীয় প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।