এস আর টুটুল এম এল – রাজশাহী (তানোর) প্রতিনিধি;
রাজশাহীর তানোর পৌরসভায় করোনাকালিন সময়ে কর্মহীন, অসহায়, দুস্ত- দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ৭ই আগষ্ট শনিবার সকাল ১০টার সময় তানোর পৌরভবনে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক। তানোর পৌরভবন চত্বরে শারীরিক দুরুত্ব বজায় রেখে ৮০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও ২০০টি পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা এবং মাস্ক বিতরণ করেন মেয়র ইমরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, কাউন্সিলর তাসির উদ্দিন, রোকনুজ্জামান জনি, মোস্তাফিজুর রহমান, মুনজুর রহমান, হাবিবুর রহমান, লিয়াকত আলী ও সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আহমেদ, আংগুরি বেগম, জুলেখা বেগম প্রমুখ।