এস আর টুটুল এম এল- মানবতার সংবাদ!
আগামী ২৯ সেপ্টেম্বর ২০২১- এ’ দেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ও ৩য় ধাপের তফসিল ঘোষণা করা হবে। এ ধারাবাহিকতায় রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে অনুমানিয়।
ইতিমধ্যে স্থানীয় হাট- বাজারে হোটেল-চায়ের দোকানে শুরু হয়েছে নির্বাচনী গুঞ্জন, মানবিক গুনাবলির বিভিন্ন দিক বিবেচনায় রাজশাহী জেলার, তানোর উপজেলার, কামারগাঁ ইউনিয়নের সর্বমহলের জনমনে একটিই নাম আলোচনায় ধ্বনিত হচ্ছে বর্তমান সফল চেয়ারম্যান, জনতার প্রিয় নেতা ও মুজিব আদর্শের আপোসহীন সৈনিক, মানবতার বন্ধু, বরেণ্য ক্রীড়াবিদ, যুবদের আদর্শ, জননেতা মোসলেম উদ্দিন প্রামানিকের নাম।
এলাকাবাসি মনে করেন তাঁর বিকল্প কোনো যোগ্যলোক নেই এবং সে আবারো সফলতার সাথে কামারগাঁ ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবে ইনশাল্লাহ।
কেনোনস তিনি কামারগাঁ ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাপোক উন্নয়ন করে ইউপিকে উন্নয়ন রোল মডেলে রুপান্তরিত করতে সক্ষম হয়েছেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে তিনি আবারো নির্বাচিত হবেন বলে মনে করেন ইউপি নাগরিকগণ।