তানোর (রাজশাহী) প্রতিনিধি; এস আর টুটুল এম এল!
আজ বুধবার (৩- নভেম্বর) রাজশাহীর তানোর পৌরসভার মহানগর ক্লিনিকে ১নং ওয়ার্ড, সমাসপুর গ্রামের রেজাউলের স্ত্রী পুত্র সন্তান জন্মদেন। রেজাউলের নবযাতক সন্তান ও স্ত্রীর শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে ছুটে যান, তানোর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী- বিশিষ্ট সমাজ সেবক ও স্বনামধন্য ব্যবসায়ি, তানোর পৌরবাসির হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের রাজনৈতিক স্বপ্নদ্রষ্টা, তৃণমূল আ’লীগের আস্থার প্রতিক, তানোর পৌর আওয়ামী লীগের ভবিষ্যৎ কান্ডারি, জনপ্রিয় আ’লীগ নেতা আলহাজ্ব আবুল বাশার (সুজন)
রেজাউল বলেন, মানুষের প্রতি মানুষের যেসব মানবিক আচারণ করলে দুনিয়ার মানুষ একজন নেতাকে ভালো মানুষ বলে, তার সবগুণাবলি আছে এই আবুল বাশার সুজনের ব্যবহারে, একজন অর্থ- বিত্তবান ও কোটিপতি ব্যক্তি হওয়া সত্ত্বেও, কখনও তিনি মানুষকে অসন্মান করে বা মনে কষ্ট দিয়ে কথা বলেন না।
যতটুকু সম্ভব মানুষের দুঃখ্য- কষ্টের কথা জেনে সাহায্য সহযোগিতা করেন।
মানুষের কল্যান সাধনে বিধাতা তাঁকে দীর্ঘ-জীবী করুন।