জাকির হোসেন টুটুল – তানোর (রাজশাহী) প্রতিনিধি;
পবিত্র ঈদ উল- আযহা উপলক্ষে তানোর উপজেলাবাসিসহ, রাজশাহী জেলার সকল হিতাকাঙ্খী- শুভানুধ্যায়ি ও সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ি এবং দেশ- বিদেশে অবস্থানরত সকলকে ঈদ উল- আযহার শুভেচ্ছা জানিয়েছেন, তানোর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবুবাক্কার সিদ্দিক।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারের ঈদ উল- আযহা অনুষ্ঠিত হতে যাচ্ছ। করোনায় লকডাউন শিথিল করা হলেও আপনারা সবাই নিজ- নিজ স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরে ঈদগাহে ঈদের জামায়াতে নামাজ আদায় করবেন, নামাজ শেষে আপনারা ঐতিহ্যের সেই কুলাকুলি থেকে বিরত থাকবেন। এতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে।
পবিত্র ঈদ উল- আযহা ইসলামের ইতিহাসে ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই ত্যাগ সকলের হৃদয়ে ধারন করে সমস্ত লোভ- লালসা থেকে নিজেদের মুক্ত করে, আমাদের জীবন যাপন করতে হবে। তাহলেই ঈদ উল- আযহার মূল লক্ষ অর্জিত হবে। আগামীতে আরো কঠিন পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের ঈদ উল- আযহা উদ্বযাপন করতে হবে।
তিনি শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এবং পবিত্র ঈদ উল- আযহার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে, সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এবং দেশ ও জাতির সুখ- শান্তি, সমৃদ্ধি কামনা করে করোনা মুক্তির জন্য মহান আল্লাহ তা’ আলার রহমত কামনা করেন।