নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।
রাজশাহীর তানোর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩শত ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত নারী আসনে ৬৯ জন এবং সদস্য পদে ২শত ৫২ জন।
রোববার (১৭ অক্টোবর) মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত (৭) সাত টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন কারীগণ নিজ নিজ পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তানোর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলার ৭ টি ইউপিতে মোট প্রার্থী ৩শত ৫৫ জন।
এর মধ্যে কলমা ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ৩ টি নারী আসেন ১৪জন এবং ৯ টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৪৩ জন।
বাধাইড় ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী আসেন ৮জন এবং ৯ টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩৭ জন।
পাঁচন্দর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ৩টি নারী আসেন ৯জন এবং ৯ টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৪৩ জন ।
সরনজাই ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ৩ টি নারী আসেন ১০জন এবং ৯ টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ২৩ জন।
কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ৩ টি নারী আসেন ১১জন এবং ৯ টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩৫জন।
এবং চান্দুড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ৩ টি নারী আসেন ৯ জন এবং ৯ টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩৬ জন।
আগামী ২১ অক্টোবর প্রার্থীদের প্রার্থীতা বাছাই করে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।