তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ- এস আর টুটুল এম এল।
রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা জবর-দখল করে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে ঐ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএনপি মতাদর্শী সহকারী শিক্ষক আবু সুফিয়ানের মদদে বিএনপির নেতাকর্মীরা স্কুলের জায়গা জবর-দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করেছেন।
এ ঘটনায় (২৩ আগষ্ট- সোমবার) স্কুল কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষক খাইরুল ইসলাম বাদি হয়ে সহকারী শিক্ষক আবু সুফিয়ানসহ (১৪) জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এদিকে স্থানীয় জনসাধারণের মাঝে স্কুলের জায়গা জবর-দখলের খবর ছড়িয়ে পড়লে, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
স্কুলের জমি দখল করে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় খুন-জখম বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত হয়ে পড়েছে। অভিভাবক মহল বিএনপি মতাদর্শী শিক্ষক আবু সুফিয়ানকে বরখাস্ত করাসহ, জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, সহকারী শিক্ষক আবু সুফিয়ান বড় অঙ্কের টাকা নিয়ে স্কুলের জায়গায় বিএনপির অফিস করতে সহযোগীতা করেছেন। এবিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক আবু সুফিয়ান অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষক শত্রুতা মুলক তার নাম দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এবিষয়ে প্রধান শিক্ষক খাইরুল ইসলাম বলেন, কমিটির পক্ষ থেকে তিনি বাদি হয়ে অভিযোগ করেছেন।