নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
রাজশাহীর তানোর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মহাউৎসব শারদীয় দূর্গাপূজা শেষে, সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠ- সুন্দর পরিবেশে প্রতিমা/দুর্গাদেবী বিসর্জ্জন দেয়া হয়েছে।
আজ শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে পুলিশ ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তায় তানোর কেন্দ্রীয় শিবতলা রাধা গোবিন্দ মন্দিরসহ মোট ৬০টি মন্দিরের প্রতিমা/দুর্গাদেবী
বিসর্জ্জন দেয়া হয়।
তানোর শিবতলা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের প্রতিমা/দুর্গাদেবী মাকে সন্ধা ৬ টার দিকে ঢাক ঢোল বাজিয়ে আনন্দমুখোর পরিবেশে বিসর্জ্জন দেওয়া হয়েছে।
দুর্গাদেবী মায়ের শেষ বিদায়লগ্নে আনন্দ উল্লাস করে হিন্দুধর্মের নারী-পুরুষ। পৌরসভা সংলগ্ন পালপাড়া মোড়ের পার্শ্বে অবস্থিত, পাল-পুকুরে প্রতিমা/দুর্গাদেবী মাকে বিসর্জ্জনদেয়া হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, কোন অপ্রিতীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু- সুন্দর পরিবেশে উপজেলার ৬০টি মন্দিরের প্রতিমা বিসর্জ্জন সুসম্পন্ন হয়েছে।