তানোর (রাজশাহী) প্রতিনিধি – এস আর টুটুল এম এল!
মাদক মুক্ত সু-স্বাস্থ্যবান জাতিগঠনে নিয়মিত ক্রিড়া নৈপুণ্যতার বিকল্প নেই।
তাই আজ ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাজশাহীর তানোরে সুস্থ- সবল নতুন প্রজন্ম গড়ে তুলার অভিপ্রায়ে, তানোর- এর কৃতী সন্তান সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নিদর্শনায়, তানোর পৌরসভার ৬ নং ওয়ার্ডে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার লক্ষে, খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে খেলার সামগ্রী ( ফুটবল) জার্সি বিতরণ করেন, তানোর পৌরসভার তরুন আওয়ামী লীগ নেতা, সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম.পির আস্থাভাজন ও তাঁর স্নেহের ছোট ভাই, আবুল বাশার সুজন।
এসময়-বিশিষ্ট সমাজ সেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ি, জননন্দিত আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজনের সাথে ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, রামিল হাসান সুইট ও তানোর উপজেলা মুক্তিযুদ্ধো মঞ্চ- এর সভাপতি শাহাবুদ্দিন এবং রোকন আহমেদ, প্রমুখ।
তানোর পৌরসভার ৬নং ওয়ার্ডের তরুণ সমাজের মাঝে ফুটবল উপহার দেওয়াই, তরুন প্রজন্ম সুজনকে আন্তরিক কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়েছেন।
তারা এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ি, তরুন প্রজন্মের আইকণ- আওয়ামী লীগ নেতা, আবুল বাশার সুজনের রাজনৈতিক অভিযাত্রা সফল হউক- সফল হউক, শ্লোগানে- শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন।
সুস্থ- সবল নতুন প্রজন্ম গড়ে তুলার অভিপ্রায়ে জননন্দিত আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজনের অভিযাত্রা সফল হউক- সফল হউক!
জয়বাংলা’ জয়বঙ্গবন্ধু