1. admin@kholanewsbd24.com : admin :
তানোরে যাতায়াতের রাস্তা বন্ধ করে ১০টি পরিবারকে অবরুদ্ধ! - খোলা নিউজ বিডি ২৪
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুর দখলে টঙ্গীবাজারের ফুটপাত দেওয়ানগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারন ও পুনরায় তফসিল ঘোসনার দাবী প্রধানমন্ত্রীর কাছে শহীদ বীর মুক্তিযোদ্ধা কন্যার আকুল আকুতি টঙ্গীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পটুয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী তারিকুজ্জামান মনি নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা দায়ের আসামী পলাতক পিরোজপুরে এখন টেলিভিশনের প্রতিনিধির আত্মহত্যার চেষ্টা ঠাকুরগাঁওয়ে ৫ টাকার হাট’ হাসি ফুটিয়েছে সুবিধা বঞ্চিত মানুষের মুখে ঠাকুরগাঁওয়ে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের এককালিন আর্থিক সহায়তার চেক বিতরণ

তানোরে যাতায়াতের রাস্তা বন্ধ করে ১০টি পরিবারকে অবরুদ্ধ!

প্রশাসন
  • সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি; এস আর টুটুল এম এল।

রাজশাহীর তানোরে প্রভাবশালীরা লাঠির জোরে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার কারনে ১০টি পরিবার মানবেতর জীবনযাপন করছে।
উপজেলার কলমা ইউপির আজিজপুর গ্রামে বিএনপি মতাদর্শি হাজী ফয়েজ উদ্দিন এই অমানবিক ঘটনা ঘটিয়েছেন। এঘটনায় গ্রামবাসীর মধ্যে চাপাখোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, আজিজপুর গ্রামে যাতায়াতের জন্য বহুকাল পূর্বে থেকেই গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু আজিজপুর গ্রামের মৃত গাজীব উদ্দিনের ছেলে হাজী ফয়েজ উদ্দিন দিগর প্রায় এক মাস আগে কাঁটা তাঁরের বেড়া দিয়ে ঘিরে, রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।
এতে গ্রামের অসহায় ১০টি পরিবার প্রায় একমাস ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।

আজিজপুর গ্রামের বাসিন্দা মকছেদ আলী (৫৫), গোলাম রাব্বানী (৩৫) ও মুনসুর আলী (৪০) বলেন, তারা চার্জার অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু বাড়ি যাবার রাস্তা বন্ধ করে দেয়ার কারনে তারা অটো চার্জ করতে না পেরে বাধ্য হয়ে অটো বিক্রিয় করে এখন তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এছাড়াও রাস্তা বন্ধ করে দেয়ায় গ্রামে জামিয়া সালাফিয়া মহিলা হাফিজিয়া মাদরাসা নির্মাণ বন্ধ হয়ে গেছে।

১নং কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) তরিকুল ইসলাম বলেন, রাস্তা বন্ধ করা ঠিক হয় নাই, এটা চরম অমানবিক কাজ।

এবিষয়ে জানতে চাইলে হাজি ফয়েজ উদ্দিন বলেন, তাদের জমার জায়গা দিয়ে যাতায়াতের রাস্তা ছিল, এখন জায়গার প্রয়োজন তাই তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন। গ্রামের মানুষের জন্য তো তারা নিজের জায়গা দিতে পারেন না।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা