তানোর (রাজশাহী) প্রতিনিধি;
এস আর টুটুল এম এল!
রাজশাহীর তানোরে (ওএমএস) প্রকল্পের মাধ্যমে খোলা বাজারে শুকনো খাদ্য-সামগ্রী চাল- আটা বিক্রিয় কার্যক্রম পরিদর্শন করেছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
জানা গেছে, ১০ আগষ্ট মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তানোর পৌরসভার কাশিম বাজারসহ বিভিন্ন এলাকার (ওএমএস) ডিলারের দোকান (বিক্রয় কেন্দ্র) পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, তানোরের দুটি পৌরসভায় ৬ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন একজন ডিলার দেড় মেট্রিকটন চাউল ও এক মেট্রিক টন আটা উত্তোলন এবং চাউল প্রতি কেজি ৩০ টাকা ও আটা প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি করবেন। এক জন সর্বোচ্চ ৫ কেজি করে চাল-আটা ক্রয় করতে পারবেন।
তানোরে ২৫ জুলাই থেকে (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে।