নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
আসন্ন ১১ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউপি পরিষদে সাধারণ নিবার্চন ২০২১ইং অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষে (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে তানোর উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট কামাল হোসেন ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান প্রমুখ। সভা পরিচালনায় ছিলেন তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা।
সভা অনুষ্ঠানের আগে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে অনুষ্ঠিত সভায় উপজেলার ৭টি ইউপি’র সকল চেয়ারম্যান, মেম্বার ও নারী আসনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।