জাকির হোসেন টুটুল- রাজশাহী (তানোর) প্রতিনিধি;
আজ ৫ আগস্ট, বৃহস্পতিবার, তানোর উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি! বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুলা আল- মামুন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সরকার (পাপুল) তানোর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক, পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরোসহ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।
তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা গোলাম রাব্বানী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৪৯ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম- নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করেন।
আমরা শেখ কামাল কে অবনত মস্তকে স্বরন করছি।
শেখ কামালের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার মাগফিরা কামনা করছি, আল্লাহ্ যেন তাকে বেহেস্ত নসিব করেন।