নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
রাজশাহীর তানোর উপজেলা থানা পুলিশের তৎপরতায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানায় মোট ৮ জন আসামী গ্রেফতার করা হয়েছ।
জনাগেছে গত কাল ৬ অক্টোবর রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরোক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং অতিরোক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ) আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল- নির্দেশনায়, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী-এর নেতৃত্বে এসআই হাফিজুল ইসলাম, এসআই নেজাম উদ্দিন এসআই মানিক উদ্দিন এ এসআই (নিঃ) আশরাফুল ইসলাম, এ এসআই (নিঃ) আজিম হোসেন, এ এসআই (নিঃ) আবু সাইদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ তানোর থানা এলাকা হতে সিআর মামলা নং-৬৯/২১ এর দুই জন আসামী ১। সারোয়ার হোসেন ওরফে বাবু, পিতা-মৃত মনির ডিলার, ২। ইউসুফ আলী, পিতা-মোঃ ইউনুস আলী, উভয় সাং-দিব্যস্থলী।
সিআর নং-১৭৭/১৩ (শিবগঞ্জ) এর সাজা প্রাপ্ত আসামী ৩। আনোয়ার হোসেন, পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-কন্দুপুর, সিআর নং-২৫৯/ সিএর আসামী ৪। ইমন হোসেন (২০) পিতা- আকরাম হোসেন, সাং-ঠাকুরপুকুর, সিআর নং-১৭৬/২১ এর আসামী ৫। মোবারক আলী, পিতা-আঃ রহমান, সাং-হাঁপানিয়া, জিআর নং-১৩৪/১৬ এর সাজা প্রাপ্ত আসামী ৬। ইউনুছ আলী, পিতা-মৃত চান মোহাম্মদ সাং-কুন্দুপুর সর্ব থানা-তানোর জেলা-রাজশাহীদের গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করেন। এছাড়াও এসআই সাজ্জাদ হোসেনের নিয়মিত মামলা দুইআসামী ১। আঃ হালিম ভুট্টু, পিতা-মৃত নাসির উদ্দিন, ২। মোসাঃ রেহেনা বেগম স্বামী-আঃ হালিম ভুট্টু, সাং-ধনঞ্জয়পুর, সকল থানা-তানোর জেলা-রাজশাহীদের গ্রেফতার করা হয়েছে। মোট ০৮ জন আসামীকে বিধি মোতাবেক গ্রেফতার পূর্বক, পুলিশ স্কটের মাধ্যমে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।