তানোর (রাজশাহী) প্রতিনিধি; এস আর টুটুল এম এল!
আজ শনিবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির দেউলা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সোহরাব আলী পুত্র, পাঁচান্দর ইউনিয়নের
৮ নং ওয়ার্ড সদস্য / মেম্বার, মুঞ্জুর রহমান (৪৫) বিষপানে আত্নহত্যা করেছেন।
তানোর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শনিবার (৯- অক্টোবর) সকালে পারবারিক কোলহের জেরে বেলা ১১ টার দিকে কীটনাশক পান করেন মুঞ্জুর রহমান। তার বিষ খাওয়ার বিষয় বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত তানোর স্ব্যাস্থ কমপ্লেকে নিয়ে যান। সেখান কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, এবং রাজশাহী যাওয়ার সময় পথমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন; এ ঘটনায় ( ইউডি) বা অস্বাভাবিক মৃত্যু উল্লেখ করে মামলা দায়ের করেছেন।