নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
কামারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতিকে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেমউদ্দিন প্রমানিকের প্রচার কর্মীদের ওপর হামলা করেচছে, নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে রাব্বী ফরহাদ এর নেতাকর্মীরা।
আজ, শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধা ৭টার সময়, ৬নং কামারগাঁ ইউপির ৪নং ওয়ার্ড, কিষ্টপুরে মোসলেম উদ্দিনের প্রচার কর্মীদের ওপর হামলা করে, নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে রাব্বী ফরহাদ এর নেতাকর্মীরা।
জানা গেছে, ১। বাচ্চু ২। তুষার ৩। কাশেম ৪। রকি ৫। জহির ৬। ছাদেক ৭। শিমুল ৮। মিন্টুরসহ আরও ১৫-২০ জন, সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেম উদ্দিনের নেতাকর্মী ওপর হামলা করে।
সন্ধা ৭টার সময় ৬নং কামারগাঁ ইউপির ৪নং ওয়ার্ড, কিষ্টপুরে এঘটনা ঘটে।
এবিষয়ে মটর সাইকেলে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেম উদ্দিন প্রামাণিক স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন!