তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
এস আর টুটুল এম এল;
রাজশাহীর তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান-এর আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪- অক্টোবর) সকালে তানোর থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল ইন্সপেক্টর পরিমল চন্দ্র, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী, তানোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শ্যাম কুমার দত্ত সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যাক্তিবর্গ ।