নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
তানোরে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষ্যে তানোর-এর সনাতন-ধর্মাবলম্বীসহ, সর্বস্তরের জনসাধারণকে শারদীয় দূর্গা পূজা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন,
তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউপির ১নং ওয়ার্ড সদস্য/মেম্বার পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, জনতার খাদেম গোলাম রাব্বানীর স্নেহশিক্ত-একান্ত বিশ্বাস্ত, যুবলীগ নেতা হাবিল রানা।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন; ধর্ম যার-যার, উৎসব সবার- শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক অনাবিল আনন্দ। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এটাই আমার প্রত্যাশা।
কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় আরও বলেন; বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্তের দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব উৎসাহ উদ্বিপনার মধ্যদিয়ে পালন করেন।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।
সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে হাবিল রানা বলেন; হিন্দু ধর্ম মতে দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি। দেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন তিনি।
সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলাকে একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ পুলিশ তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের দায়িত্বের প্রসংসা করে গোলাম রাব্বানীর স্নেহশিক্ত যুবলীগ নেতা হাবিল রানা, শারদীয় দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।