নিউজ ডেস্ক ; এস আর টুটুল এম এল!
রাজশাহী তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (৪) জন, সংরক্ষিত নারী আসনে (১) জন ও ওয়ার্ড সদস্য পদে (১৫) জনসহ মোট (২০) জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ আক্টোবর) প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে রাজশাহীস্থ ন্যাশনাল ব্যাংকে ২৮ লক্ষ টাকা ঋণ খেলাপির দায়ে উপজেলার সরনজাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়াও কলমা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাপ হোসেন তার সারের ডিলার শীপ থাকায় প্রার্থীতা বাতিল করা হয়। একই কারণে বাধাঁইড় ইউপিতে গোলাম মোস্তফার প্রার্থীতাও বাতিল করা হয়েছে। ওই একই ইউপিতে ঋণ খেলাপির দায়ে মোয়াজ্জেম হোসেনেরও প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে, তারা প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আর ২৮ অক্টোবর প্রতীক বরাদ্ধ শেষে আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।