1. admin@kholanewsbd24.com : admin :
ড.খান আসাদুজ্জামান স্যারের আজ শুভ জন্মদিন - খোলা নিউজ বিডি ২৪
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরের বিলমাড়িয়াতে লেঃ কর্নেল রমজানের উঠান বৈঠক ও শান্তি সমাবেশ জমি নিয়ে বিরোধে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার-৬ আশুলিয়ায় নলাম যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত কাশিমপুরে শিশু অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও নেই উদ্ধার তৎপরতা ও খোঁজ! মেঘনায় জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু গাজীপুর সদর-১ আসনে মোজাম্মেল হক এমপি’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শা থানার পুলিশের অভিযানে গাঁজাসহ দুই নারী আটক কালিয়াকৈরে গলা কেটে হত্যা নিজ ঘরেই যুবকের উলঙ্গ লাশ গাজীপুর শিববাড়ি মোড়ে উদ্বোধন হলো RAB এর রোবাস্ট পেট্রোল চেকপোস্ট কোনাবাড়িতে অটোরিকশা চালককে জবাই করে হত্যা

ড.খান আসাদুজ্জামান স্যারের আজ শুভ জন্মদিন

প্রশাসন
  • সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২১২ বার পঠিত

১৯ আগস্ট ২০২১ সফেন প্রতিষ্ঠাতা বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এর শুভ জন্মদিন । এ উপলক্ষে সফেন প্রধান কার্যালয়ে এক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফেনের ভাইস প্রেসিডেন্ট, দৈনিক বাংলাদেশ ডায়েরীর প্রধান সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল ডিআইজি গোলাম কিবরিয়া ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার সাহা। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক ও বিভিন্ন গুনীজন উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিটিভির প্রোগ্রমার এস এ গাফফার। উক্ত জন্মদিনের অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি পত্রিকার বিভিন্ন সাংবাদিক ও সফেনের পরিবারের বিভিন্ন সদস্যবৃন্দ। এ ছাড়াও সারা দেশ হতে অনলাইনে যুক্ত ছিলেন এ্যাওয়ার্ড গ্রুপের চেয়ারম্যান জাহিদ হাসান, সিনিয়র সাংবাদিক ও চট্রগ্রাম ডিভিশনাল কো-অর্ডিনেটর কমল চক্রবর্তী, পটুয়াখালী জেলা প্রতিনিধি কবি সারমিন সুলতানা, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আতিকুর রহমান ও সাতক্ষিরা জেলা প্রতিনিধি মামুন হোসেন প্রমুখ ড.খান আসাদুজ্জামান কে জন্মদিনের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি মুসলিম টাইমস-এর নির্বাহী সম্পাদক এম এম রহমত উল্লাহ, খুলনা ডিভিশনের বিশেষ প্রতিনিধি শাহ আলম রেজাও সাংবাদিক আশিকুর রহমান। শুরুতেই কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর সাংবাদিক ও সফেন গ্রুপের অফিস স্টাফদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে। আরও শুভেচ্ছা জানান দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ডেপুটি এডিটর খালেদ এম এইচ চৌধুরী রানা ও সফেন -এর আজীবন সদস্য ও দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরীর নিউজ এডিটর মেহেদী হাসান। অনুষ্ঠানের শেষে ড.খান আসাদুজ্জামান জন্ম দিনের অনুষ্ঠানে যোগদান করে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বশেষে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।
ড. খান আসাদুজ্জামান একাধারে একজন কবি, কথাশিল্পী, গবেষক, গীতিকার, সুরকার এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ঐতিহ্যবাহী ভৈরব নদী সংলগ্ন দোহাজারী গ্রামে তাঁর জন্ম। ড. খান আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্নাতক সম্মান ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অতঃপর তিনি ২০০৯ সালে এমফিল (১ম পর্ব) কৃতিত্বের সাথে সম্পন্ন করেন এবং ২০১৫ সালের ২৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয়: ÒThe poetic values of the songs of Gouriprasanna Majumdar and Pulak Bandyopadhyay.Ó গবেষণা তত্ত¡াবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, বরেণ্য শিক্ষাবিদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। একই সাথে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ২০১৩ সালে এলএলবি এবং ২০১৫ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ড. খান আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষে থাকাকালীন সহপাঠী, অগ্রজ ও অনুজদের সাথে নিয়ে ১৯৯৭ সালের ১ ডিসেম্বর সোসাইটি ফর এনলাইটেনিং নেশন (SOFEN) নামক একটি অরাজনৈতিক শিক্ষা, সংস্কৃতি, মানবকল্যাণধর্মী ও গবেষণামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে মানুষ ও মানবতার সেবায় সুদীর্ঘ পঁচিশ বছর যাবৎ নিজেকে নিমগ্ন রেখেছেন, যা তাঁর মানবসেবা ব্রতের এক উজ্জ্বল উদাহরণ। তিনি জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ সামাচার, উধরষু ইধহমষধফবংয উরধৎু ও মাসিক অপরাজেয় বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক। এছাড়াও তিনি দেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠান IT Bangla Ltd. এর চেয়ারম্যান, SOFEN Innovation Ltd. ও SOFEN Technologies Ltd. এর ব্যবস্থাপনা পরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।
ড. খান আসাদুজ্জামানের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব আলাহাজ্ব খান আখতারুজ্জামান এবং মাতা মাহফুজা খানম। নয় ভাই-বোনের মধ্যে তিনি পিতা-মাতার পঞ্চম সন্তান এবং ভাই-বোনসহ পরিবারের সকল সদস্যদের প্রতি তিনি অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল ভ‚মিকায় নিবেদিত রয়েছেন। পাশাপাশি তিনি ফকিরহাট তথা বাগেরহাট অঞ্চলের দুঃখী, দরিদ্র ও অসহায় মানুষের সেবা ও ভাগ্য উন্নয়নে গড়ে তুলেছেন “ডক্টর খান আসাদুজ্জামান হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট” নামে একটি মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান; যা তাঁর মানবসেবা ব্রতের উজ্জ্বল উদাহরণ। ড. খান আসাদুজ্জামানের সুযোগ্যা সহধর্মিনী বাংলাদেশ পুলিশের সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা পুলিশ সুপার মাক্সুদা আক্তার খানম পিপিএম সম্প্রতি র্যা ব-২ এর উপ-পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি দুই কন্যা সাবরিনা তাজিন খান ঐশ্বর্য ও ফাহমিদা নিশাত খান ঐশিকা এবং এক পুত্র জারিফ আসাদ খানের গর্বিত পিতা বহুমুখী প্রতিভাধর কবি ড. খান আসাদুজ্জামান রচিত “ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য” শীর্ষক কাব্যগ্রন্থটি মূলত বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানাবিধ প্রেক্ষাপটের আলোকে রচিত একটি বিষয়ভিত্তিক, গবেষণাধর্মী ও তথ্যবহুল ব্যতিক্রমী কাব্যপ্রয়াস। বঙ্গবন্ধুর মতো একজন আপসহীন নির্ভীক স্বপ্নদ্রষ্টা মহান নেতার সমগ্র জীবনের কথা অর্থাৎ ব্যক্তিজীবন, ছাত্রজীবন, ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের সূচনা, চূড়ান্ত বিজয় অর্জন এবং সোনার বাংলা গড়ার সুস্বপ্নের নানা বিষয়ে এই কবি কাব্য ভাষায় যা তুলে ধরেছেন, তা হাজার পৃষ্ঠায় রচিত কোন বীর মহাবীরের জীবনালেখ্যের চেয়ে কোনো অংশেই কম নয়; আর কবিতায় যে এটি সম্ভব তা তিনি তাঁর একাব্যে দারুণভাবেই প্রমাণও করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা