মেহেদী হাসান।
বিশেষ প্রতিনিধি।
যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার পিপিএম এর নেতৃত্বে ০৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ সোমবার ভোর রাত ০৩.১৫ ঘটিকার সময় ডিবি’র চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/মোঃ শাহিনুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় যশোর জেলার অভয়নগর থানাধীন আমডাংগা সাকিনস্থ আসামীর নিজ বাড়ী হইতে ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেফতার করেন।
কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল কাজী (৩২) যশোর জেলার অভয়নগর থানা এলাকার আমডাংগা গ্রামের গিয়াস উদ্দিন কাজীর ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে যশোরের বিভিন্ন থানায় আরও ১১ টা মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সোহেল কাজীর বিরুদ্ধে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে যশোরের অভয়নগর থানায় এজাহার দায়ের করেন।।