নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার ডিজেল ও কেরোসিন তেলের দাম বাড়িয়ে দেশের জনগণের ওপর জুলুম করছে। এর ফলে দেশের নিত্যপণ্যের দাম আরেক দফা বেড়ে জনগণের ভোগান্তি চরমে উঠবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, হতাশার কোনও কারণ নেই, সময় নিজেই তৈরি হচ্ছে, সকল অত্যাচার, হত্যা গুমের অবসান হবে। আপনারা ঐক্যবদ্ধ হন সামনেই কঠিন কর্মসূচি আসছে। সকল কর্মসূচি সফল করে সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীকে মুক্ত এবং তারেক রহমানকে দেশে এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন।
সভায় দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা, সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।