1. admin@kholanewsbd24.com : admin :
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি ফারুক হোসেন - খোলা নিউজ বিডি ২৪
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন

ডিএমপি মিডিয়ার নতুন ডিসি ফারুক হোসেন

প্রশাসন
  • সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২০৩ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-কমিশনার (ডিসি) হলেন মো. ফারুক হোসেন।

রোববার (২৫ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে এই পদায়ন করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন ২৭ তম বিসিএস পুলিশ ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি ডিএমপির অপারেশনস বিভাগের উপ-কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। আর অপারেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে হায়াতুল ইসলাম খানকে।

একই আদেশে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞাকে পেট্রোল-মতিঝিল, সহকারী পুলিশ কমিশনার আরিফ মুহাম্মদ শাকুরকে সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, সহকারী পুলিশ কমিশনার বাহা উদ্দীন ভূঁঞাকে প্রটেকশন বিভাগে পদায়ন করা হয়েছে।

আর সহকারী পুলিশ কমিশনার শান্তা ইয়াছমিনকে ট্রাফিক-অ্যাডমিন, রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাসকে পেট্রোল-তেজগাঁও এবং সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ডেভেলপমেন্ট বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা