চীফ রিপোর্টারঃ
আজ (১৯/০৮/২০২১) তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কর্তৃক সকাল ০৯.০০ হতে ১০.০০ ঘটিকার সময় সহকারী পরিচালক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব জীবন বড়ুয়া এর নেতৃত্বে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে রামু থানাধীন কলঘর বাজারস্হ চট্টগ্রাম — কক্সবাজার মহাসড়কের উত্তর পাশে কলঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ফুটপাতের উপর থেকে আসামি মোহাম্মদ ইউনুস (৩৭), পিতা- মৃত আবুল বশর,মাতা-ছলিমা খাতুন,সাং- প্রধান ঝিরি,ওয়ার্ড নং-০৮, ইউপি -নাইক্ষ্যংছড়ি সদর,থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
আসামি মোহাম্মদ ইউনুস এর ডান হাতে ধরা একটি শপিং ব্যাগের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৯০ (নব্বই) টি নীল রংগের জীপার প্যাকেটে প্রতিটিতে ২০০ (দুইশত) পিস করে মোট (২০০×৯০) =১৮,০০০ (আঠারো হাজার) পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন।