ইউসুফ আলী, আশুলিয়া
ডাক্তার শাহিদা সুলতানা মিনা একজন হোমিও চিকিৎসক। তিনি করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বহু করোনা রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন এবং হোমিও চিকিৎসা করে করোনা রোগী সহ অনেক জটিল ও কঠিন রোগ ভালো করেছেন বলে জানান তিনি।
আরোগ্য ভবন হোমিও চিকিৎসা কেন্দ্রের মালিক ডাঃ সাহিদা সুলতানা মিনা আরও বলেন, রোগ ভালো করার মালিক মহান আল্লাহ, ডাঃ হলো উসিলা। তবে কোন হোমিও চিকিৎসক যদি রোগের সঠিক কারণ নির্ণয় করে ঔষধ প্রয়োগ করেন, তাহলে হোমিও চিকিৎসায় ও অনেক জটিল কঠিন রোগ ভালো করা সম্ভব।
ডাঃ সাহিদা সুলতানা মিনা শুধু একজন হোমিও চিকিৎসক নন তিনি ভালো একজন লেখক ও বটে। তিনি হোমিও মেডিসিন নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতাও লিখে থাকেন। তারই একটি কবিতা এখানে তুলে ধরা হলো।
ভালোবেসে ভাবলাম আমি
খাব আজ মিঠা।
ছোট্ট একটা প্রাণী এসে দিল আমায় প্রচুর ব্যথা।
চিৎকার করে হঠাৎ আমি, অস্থির হয়ে পড়ি।
উদাস হয়ে বলতে থাকি
ব্যথা করছে, ব্যথা করছে,
জ্বলছি পুরছি আমি।
চোখ থেকে জল পরছে
নাকে আসে পানি,
চিৎকার করে বলি আমি,
জ্বলছে ভারী বেশি,
মা বলে ঠান্ডা পানি দে,
ঠান্ডা পানিতে আমি,
বেচে ফিরে আসি।
হঠাৎ দেখি শরীর ফুলে গেছে এখন যে কি করি,
মা বললো গরম ছ্যাকা দিচিছ সোনা
ভালো হবে এক্ষুনি,
গরম ছ্যাকা দিতেই আমি চিৎকার করে বলি।
মরে যাচ্ছি, পুড়ে যাচ্ছি,
জ্বলছি আবারো আমি,
চোখ খোল বোকা মেয়ে
খাও একটু পানি।
চোখ খুলতে পারছিনা মাগো
চোখ জ্বালা করে।
চোখের ভেতর কি যে,
আমার কাটা কাটা করে।
প্রস্রাব লাগছে কতক্ষণে ধরে রাখি,
বিরক্তকর ওরে বোকা যা তুই এক্ষুনি,
মাগো ব্যথা করছে, জ্বলে যাচ্ছে,
ভিতরে পুড়ে যাচ্ছে এখন করতে পারছিনা আমি।
ওরে সর্বনাশ,বাসায় থাকা যাবেনা আর
হোমিও ডাক্তারের কাছে যেতে হবে এখনই।
হোমিও ডাক্তার দেখে বলে সোনা তুমি কি?
আমার মৌমাছির রানী।