ফারজানা রহমান এ্যানি
অবাক কোন মেশিন হয়ে যাচ্ছি নাকি ?
কার কাছে জানতে চাইবো ?
উত্তর পেতে কতটা সমুদ্রের পাড়ি দরকার ?
হিমালয় পর্বতের ওপারে কি আছে উত্তর?
এত এত প্রশ্নের বানে আমি ভেসে যাই
সহজ উত্তর হয়ে যাই অসম্ভব ,
যদি ঠিক মত না হয় প্রশ্ন করা
আমরা এত অবুঝ কেন রে ভাই ?
মনের মত সহজ সরল জায়গাটাকে
শুধু শুধু না পড়ার খাতায় তুলে রাখি,
কি অসুবিধা কেউ তা পড়লে ;
এত সব প্রশ্ন পাক খায়
ছোট্ট এক এই নিঃস্ব মাথায় !
শুধু জানিনা কোথায় পাবো এত সব
সহজ প্রশ্নের অতি সহজ উত্তর,
হয়তো আছে আমার খুব কাছেয়
অবুঝ আমি পাইনা তার ঠিকানা!