মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট সাব – রেজিস্ট্রার অফিস সপ্তাহে সোমবার একদিন খোলা এতে অনেক মানুষ দলিল সম্পাদন করতে এসে হয়রানির শিকার হয় । এ কারণে রেজিস্ট্রার অফিসে অনেক দলিল পরে সপ্তাহে জাম হয়ে থাকে । লাহিড়ী হাট সাব-রেজিস্ট্রার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুফি আকরাম পরের সপ্তাহে এসে দলিল সম্পাদনের কার্যক্রম করে । বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ মানুষের অভিযোগ টাকা ছাড়া কোন দলিল সম্পাদন হয় না । লাহিড়ী হাট সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের মৌখিক অভিযোগ সকলের । এদের মধ্যে চারজন দলিল লেখক নেতা তারা হলেন- মোঃ তাজিমুল হক, মোঃ পজিরউদ্দিন , মোঃ শাহা আলম, রুহুল আমিন বাবু, এদের নেতৃত্বে সাব – রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলে । সাব – রেজিস্ট্রার অফিসার মোঃ সুফি আকরাম, অফিসের সকল মানুষের সামনে তার টেবিল থেকে দলিল সম্পাদনের কার্যক্রমের সময় দলিলগুলো দলিল লেখকদের মুখের উপরে ছুড়ে ফেলেন, এই ধরনের অভিযোগ উঠেছে । ১০ এপ্রিল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে । এ বিষয়ে সাব -রেজিস্টার অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সততা স্বীকার করেন ।
মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪