এম সোহাইল চৌধুরী, সিনিয়র রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফ মোচনী এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫,।
র্যাব-১৫,কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় মাদক কারবারী একটি সবুজ রঙের জিপগাড়ীসহ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নস্থ মোচনী বাজারস্থ রবি মোবাইল টাওয়ারের পূর্ব পার্শ্বে টেকনাফ – কক্সবাজার পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫,এর একটি চৌকস আভিযানিক দল রবিবার ২৪ অক্টোবর আনুমানিক দুপুর সাড়ে ১ টার দিকে উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি জিপগাড়ীসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যগণ আসামী মোঃ হেলাল ( ২৩ )কে ধৃত করে এবং গাড়িটি জব্দ করে ।
ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে তার কথাবার্তায় সন্দেহের উদ্রেক হয়।ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা জব্দকৃত গাড়িটি তল্লাশী করে গাড়ির ড্রাইভিং সিটের পিছনে টুলবক্সের ভিতর বিশেষ কায়দায় লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে,সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।