1. admin@kholanewsbd24.com : admin :
টেকনাফে ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার - খোলা নিউজ বিডি ২৪
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

টেকনাফে ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

প্রশাসন
  • সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৩৬ বার পঠিত

এম সোহাইল চৌধুরী কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফ হেয়াইক্যাং এর উংচিপ্রাং গ্রামে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও ১২০ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে মাদক দ্রব্য অধিদপ্তর টেকনাফ।
সোমবার (৫ জুলাই) ভোরে হেয়াইক্যাং উংচিপ্রাং গ্রামের মোঃ শাকেরের বাসায় অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ শাকের উরফে ডালিমকে (২৮)। তিনি উপজেলার ইনচিপ্রাং এলাকার মৃত সফর আহমদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য অধিদপ্তর টেকনাফ জানতে পারে যে ইনচিপ্রাং এলাকায় মাদকের একটি বড় চালান যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একটি দল উক্ত স্থানে অবস্থান গ্রহণ করি।
সকাল ৬ টার দিকে মৃত সফর আহমদের ছেলে মোঃ শাকেরের বাসায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ও ১২০ ক্যান আমেরিকান বিয়ার উদ্ধার করা হয়।
জিজ্ঞেসাবাদে শাকের আরও ৫ সিন্ডিকেট সদস্যদের নাম পৃরকাশ করেন। একই সাথে দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন তিনি। এছাড়া স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ জানিয়ে আসছিলো।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা