এম, সোহাইল চৌধুরী, চিফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফে একটি বসত বাড়ীতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় লোকানো ২ হাজার ৭ শত পীচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২আগষ্ট) রাত পৌণে ১০টার দিকে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক মাদক কারবারী হলেন উপজেলার সাবরাং ইউনিয়নে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এবং বর্তমানে পৌরসভার দক্ষিণ জালিয়া এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে আব্দুস শুক্কুর (৪৫)।
আজ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএম আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালীন বসতঘরের বাথরুমের সিলিং এর ভেতর মজুদ করে রাখা ২ হাজার ৭শ ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুস শুক্কুর (৪৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবাসহ আটকের পর মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।