1. admin@kholanewsbd24.com : admin :
'টিভি নাটকের পুরো সিস্টেমই ধ্বংস হয়ে গেছে' - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নড়াইলে ৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার ঠাকুরগাঁওয়ে কৃষি যন্ত্রাঅংশের মাধ্যমে বোরো ধান কাটা মাড়াই করছেন ময়মনসিংহের গৌরীপুরে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে যুবক খুন, তদন্তে মাঠে পুলিশ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স অনুষ্ঠিত হয়েছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের মায়ের ইন্তেকাল সিআইডি প্রধানের সাথে Mr. Ryu কান্ট্রি ডিরেক্টর,KOICA, বাংলাদেশ এর সাক্ষাৎ জামালপুরে জমি বেদখলের পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ব্লাস্টের আয়োজনে অধিকার সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে সাদুল্যাপুরে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ যুবক আটক

‘টিভি নাটকের পুরো সিস্টেমই ধ্বংস হয়ে গেছে’

প্রশাসন
  • সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৩২ বার পঠিত

বিজরী বরকতউল্লাহ্‌। অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপক। তিন দশক ধরে সংস্কৃতি অঙ্গনের নানা শাখায় তার বিচরণ। অভিনয়ের সুবাদে পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে গুণী এই শিল্পীর সঙ্গে কথা বলেছেন

টিভির পাশাপাশি ওয়েবমাধ্যমে কাজ করছেন। আমাদের দেশে ওয়েবমাধ্যমের ভবিষ্যৎ কেমন বলে মনে করছেন?

এখন ওয়েবমাধ্যমের সময়। আমাদের আরও দেশি ওয়েব প্ল্যাটফর্ম দরকার। কারণ আমাদের দর্শকরা নেটফ্লিক্স, আমাজন, হইচই ও জিফাইভ নিয়মিত দেখছেন। এখন আমাদের দেশি প্ল্যাটফর্মগুলো যদি ভালো কনটেন্ট দিতে পারে, তাহলে দর্শক কিন্তু সেগুলো দেখবে। দিনশেষে দর্শক কিন্তু ভালো কনটেন্ট চান। বিদেশি প্ল্যাটফর্মের দিকে একটু খেয়াল করে দেখবেন, সেখানে নায়ক-নায়িকা-বেজড কম হয়। গল্পই হিরো।

এবার টিভি নাটকের কথা বলুন। এই সময়ে টিভির সংকট কী?

টিভি নাটকের পুরো সিস্টেমই ধ্বংস হয়ে গেছে। সবাই ভিউজ ভিউজ করছে। এখন গল্পের দিকে যত্ন কম। নাটকের মান বাড়াতে হলে সিস্টেমকে অবশ্যই বদলাতে হবে। এরই মধ্যে একটি ধারাবাহিকে কাজ করেছিলাম। ওই সেটে শুধু আমার ও নির্মাতার হাতে স্ট্ক্রিপ্ট ছিল। এটা খুবই হাস্যকর ও আশ্চর্যজনক বিষয়। পাণ্ডুলিপি হচ্ছে নাটকের প্রাণ। পান্ডুলিপি না নিয়ে সবাই কাজ করে। আমি ডেকে ডেকে সবাইকে স্ট্ক্রিপ্ট পড়াচ্ছি। সবাইকে ডেকে ডেকে শুটিংয়ে আনতে হয়। অনেক অভিনয়শিল্পী অভিনয়ের চেয়ে সাজসজ্জাকে গুরুত্ব দিচ্ছেন। সেটে এসে মেকআপ করায় ব্যস্ত থাকেন তারা। এসব দেখে মনটা খারাপ হয়ে যায়।

‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অতিথি চরিত্রে বড় পর্দায় উপস্থিত হয়েছিলেন সর্বশেষ। চলচ্চিত্রে নিয়মিত হবেন কিনা?

চলচ্চিত্রে কাজের অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু অভিনয় করিনি। আমার মনে হয়, আমাকে সব করতে হবে, এমন নয়। আর এখনও পর্যন্ত যেসব চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছে, তার কোনোটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা ভালো না লাগায় রাজি হইনি।

উপস্থাপনায় আপনাকে আর সেভাবে পাওয়া যাচ্ছে না …

‘যা কিছু প্রথম’, ‘মুখ ও মুখরতা’সহ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। যা প্রংশসিত ছিল। জুতসই অনুষ্ঠান পাচ্ছিলাম না বলে করা হয়নি। ভালো মানের অনুষ্ঠান পেলে আবারও উপস্থাপনা করব।
নাচ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে?

না, তেমন নেই। নাচ শখে করতাম। সারাজীবনই যখন ইচ্ছা হয়েছে, তখন করেছি। নাচতে গেলে শরীর ঠিক রাখতে হবে। নাচকে শরীরে বসাতে হয়। মনে বসালে চলে না। মাথায় আছে অনেক কিছু কিন্তু শরীর চলছে না, তাহলে হবে না। চর্চা অব্যাহত রাখতে হবে। এরই মধ্যে স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠান এবং দুস্থদের সহায়তায় ‘একান্নবর্তী বাংলাদেশ’ নামে একটি আয়োজনে অংশ নিয়েছিলাম।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

অনিমেষ আইচের পরিচালনায় ‘এখানে কেউ থাকে না’ নামে একটি ধারাবাহিকে কাজ শুরু করেছি। এটি দাম্পত্যের গল্প। ঢাকার বাইরে কাজ হয়েছে। ধারাবাহিকটি বেশ উপভোগ করছি। প্রত্যেক অভিনয়শিল্পীই নিজস্ব জায়গায় ভালো করার চেষ্টা করছেন। এর আগে শেষ করেছি ‘বাবা থাকে বাসায়’-এর তৃতীয় সিজনের শুটিং।

শুনেছি, অনলাইন ব্যবসার দিকে ঝুঁকছেন?

আসলে সেরকম কিছু নয়। আমি আর বন্ধু মিলে ‘মাই ক্লোসেস্ট স্টোরিস’ নামে একটি শাড়ির পেজ খুলেছি। এটি ছোট পরিসরে শুরু করেছি। ভালোলাগা থেকে চালু করা। মন পরিবর্তনের জন্য এ ধরনের কিছু নিয়ে ব্যস্ত থাকা দরকার বলে মনে হচ্ছিল। করোনার কারণে শুটিং কম থাকায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমি শাড়ি পরতে পছন্দ করি। এখান থেকে বেশি শাড়ি আমিই কিনেছি [হাসি]। ভালোই সময় কাটছে।

তিন দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন। পেছনে ফিরে তাকালে শিল্পীজীবনের দীর্ঘ সময় কেমন বলে মনে হয়?

দেখতে দেখতে বিনোদন অঙ্গনে আমার বহু বছর কেটে গেল। মনে হয়, এই তো সেদিনের কথা। মাঝে এতগুলো বছর গেল, টেরই পাইনি! ক্যারিয়ারে দর্শকদের অনেক দোয়া ও ভালোবাসা পেয়েছি। তাদের ভালোবাসার ডানায় ভর করেই এতটা সুখের পথ পাড়ি দিতে পেরেছি।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা