স্টাফ রিপোর্টারঃ
মুক্তিযোদ্ধা পরিবার সূরক্ষা আইন ও কোটা পূনর্বহালসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষিত ৭দফা আদায়ের লক্ষ্যে আগামী ৫ডিসেম্বর ঢাকায় আন্দোলনের ঢাক দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। বাংলাদেশের বীরমুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ করে বীরমুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে ঢাকার কর্মসূচি সফল করার উদ্দেশ্যে বিভিন্ন জেলায় ‘পথে পথে পথ সভা’ করার উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
এরই অংশ হিসেবে ২৯অক্টোবর, শুক্রবার, টাঙ্গাইল জেলায় পর্যায়ক্রমে সখিপুর উপজেলা, টাঙ্গাইল শহর, কালিহাতী উপজেলা, ঘাটাইল উপজেলা ও মধুপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
উপস্থিতিতে জেলার সকল পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া, মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান সজীব সরকারসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশসহ টাঙ্গাইল জেলা ও উপজেলা কমিটি সমূহের নেতৃবৃন্দ।
‘পথে পথে পথসভা’য় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলা কমিটি সমূহের নেতৃবৃন্দসহ সকল বীরমুক্তিযোদ্ধার সন্তানদের আগামী ৫ডিসেম্বর দলে দলে ঢাকায় উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান।
টাঙ্গাইলে অনুষ্ঠিত প্রতিটি পথসভায় স্লোগানে মুখর উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় বীরমুক্তিযোদ্ধার সন্তানগণ জাতীয় পতাকা নেড়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যার্থনা জানান ও ফুলেল শুভেচ্ছায় বরণকরে নেন।
এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ টাঙ্গাইল জেলার সখিপুরের বেতুয়া গ্রামে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী সদ্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হোসেন সাহেবের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশনেন।