স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বাসাইল উপজেলা কমান্ড কাউন্সিল, টাঙ্গাইল-এর নবগঠিত আহ্বায়ক কমিটির ‘পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর,২০২১খ্রী. শুক্রবার, বিকাল ৩:০০টায় বাসাইল উপজেলা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উপজেলার বীরমুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বাসাইল উপজেলা আহবায়ক কমিটি’র এই ‘পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বাসাইল উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক শামীমা খান সীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি সাইফুর রহমান সিদ্দিকী (তুহিন), যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান মিল্টন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বাসাইল উপজেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম শিপন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবগঠিত বাসাইল উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।