নিউজ ডেস্ক; নয়ন সিকদার
মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখেুমুখী সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে। আহতদের কুমুদিনী হাসপাতালসহ আশপাশের ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে মাইক্রোবাস চালক আব্দুল মান্নান শেখ (৫৫) অবস্থা আশংকা জনক বলে মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যগন জানিয়েছেন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ সুত্র জানায়, আজ বুধবার বেলা এগারটার দিকে মহাসড়কের কদিমধল্যা নামকস্থানে টাঙ্গাইল গামী একটি মাইক্রোবাস এবং ঢাকা গামী একটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি পাশ্ববর্তী খাদে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসের চালক মান্নান শেখ আটকা পরে তার পা ভেঙ্গে গুরুতর আহত হন। মির্জাপুর থানা পুলিশ, গোড়াই হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস অফিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন এবং পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তাদের আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে মাইক্রোবাসের চালক আব্দুল মান্নানের অবস্থা আশংকা জনক। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বিভিণ্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে তারা জানতে পেরেছেন। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাস ও মালবাহী ট্রাক উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।